বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের একটি বাসা থেকে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করা হয় বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।
তবে মাদক জব্দের তালিকায় সাক্ষী হিসেবে নাম থাকা তিন ব্যক্তির মধ্যে দুজন এজাহারে উল্লেখ করা পরিমাণের সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, মাদকের পরিমাণ আরও বেশি ছিল। অপর সাক্ষী পুলিশ কনস্টেবল বলছেন, তিনি সে সময় উপস্থিত ছিলেন না।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়া শহরের নারুলী কৃষি ফার্মের পশ্চিম পাশের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসায় ভাড়ায় থাকা রিজু ও তাঁর স্ত্রী রওশন আরাকে আটক করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে রিজু ও রওশন আরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তাঁর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের দুজন শামিনুর ইসলাম জুয়েল ও জিন্না প্রামাণিক বলেন, তাঁদের সামনে ফেনসিডিলের বোতল গণনা করা হয়নি। তবে বস্তার ওজন দেখে অনুমান করা যায়, সেখানে কমপক্ষে ২০০ বোতল ফেনসিডিল ছিল। এ ছাড়া গাঁজা ছিল অন্তত ৮ থেকে ১০ কেজি।
আরেক সাক্ষী অভিযানে যাওয়া পুলিশের পিকআপ ভ্যানচালক কনস্টেবল মাসুম বিল্লাহ বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘরের মধ্যে কী পরিমাণ ফেনসিডিল, গাঁজা পাওয়া গেছে, তা আমার জানা নেই।’
যদিও এজাহারে বলা হয়েছে, উল্লিখিত তিনজন সাক্ষীর উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ফেনসিডিল গণনা করে ২০ বোতল এবং সঙ্গে থাকা পরিমাপক যন্ত্র দিয়ে মেপে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মামলার বাদী এসআই মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, সাক্ষীদের সামনে ফেনসিডিল ও গাঁজা জব্দ করার পর ভিডিও করে রাখা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মামলায় যা লেখা হয়েছে, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। ফেনসিডিল ও গাঁজা জব্দের সময় সদর থানার পুলিশের সঙ্গে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।’
এদিকে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, ‘নারুলী পুলিশ ফাঁড়ির কেউ ওই অভিযানে ছিলেন না। এমনকি ভোররাতে নারুলী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা জব্দের বিষয়টি আমি নিজেও জানি না।’
বগুড়া শহরের একটি বাসা থেকে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করা হয় বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।
তবে মাদক জব্দের তালিকায় সাক্ষী হিসেবে নাম থাকা তিন ব্যক্তির মধ্যে দুজন এজাহারে উল্লেখ করা পরিমাণের সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, মাদকের পরিমাণ আরও বেশি ছিল। অপর সাক্ষী পুলিশ কনস্টেবল বলছেন, তিনি সে সময় উপস্থিত ছিলেন না।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়া শহরের নারুলী কৃষি ফার্মের পশ্চিম পাশের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসায় ভাড়ায় থাকা রিজু ও তাঁর স্ত্রী রওশন আরাকে আটক করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে রিজু ও রওশন আরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তাঁর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের দুজন শামিনুর ইসলাম জুয়েল ও জিন্না প্রামাণিক বলেন, তাঁদের সামনে ফেনসিডিলের বোতল গণনা করা হয়নি। তবে বস্তার ওজন দেখে অনুমান করা যায়, সেখানে কমপক্ষে ২০০ বোতল ফেনসিডিল ছিল। এ ছাড়া গাঁজা ছিল অন্তত ৮ থেকে ১০ কেজি।
আরেক সাক্ষী অভিযানে যাওয়া পুলিশের পিকআপ ভ্যানচালক কনস্টেবল মাসুম বিল্লাহ বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘরের মধ্যে কী পরিমাণ ফেনসিডিল, গাঁজা পাওয়া গেছে, তা আমার জানা নেই।’
যদিও এজাহারে বলা হয়েছে, উল্লিখিত তিনজন সাক্ষীর উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ফেনসিডিল গণনা করে ২০ বোতল এবং সঙ্গে থাকা পরিমাপক যন্ত্র দিয়ে মেপে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মামলার বাদী এসআই মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, সাক্ষীদের সামনে ফেনসিডিল ও গাঁজা জব্দ করার পর ভিডিও করে রাখা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মামলায় যা লেখা হয়েছে, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। ফেনসিডিল ও গাঁজা জব্দের সময় সদর থানার পুলিশের সঙ্গে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।’
এদিকে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, ‘নারুলী পুলিশ ফাঁড়ির কেউ ওই অভিযানে ছিলেন না। এমনকি ভোররাতে নারুলী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা জব্দের বিষয়টি আমি নিজেও জানি না।’
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৩ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৮ ঘণ্টা আগে