Ajker Patrika

বগুড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

বগুড়ার কাহালু উপজেলায় মাদক অভিযান পরিচালনার সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় চারজনকে ২টি বর্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

গ্রেপ্তারকৃত চারজন হলেন, উপজেলার বিশা বড়গাছা গ্রামের আরিফুল ইসলাম (২৩), মহেশপুর গ্রামের রাহাত বাবু (২০), শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের মিজানুর রহমান (২৪) এবং একই গ্রামের মাহমুদুল হাসান রতন (২২)। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহেশপুর গ্রামে পরিত্যক্ত একটি চাতালে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন মাদক সেবনরত অবস্থায় ছিলেন। তাঁদের ধরতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই মাদক সেবনরত অবস্থায় ছিলেন। তাঁদের ধরতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাঁদের ২টি বর্মিজ চাকুসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত