বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।
দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা।
এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা পলাতক।’
বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।
দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা।
এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীরা পলাতক।’
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, "আমরা আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছি। আদালত প্রাথমিকভাবে ১০ দিনের রুল জারি করেছেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলন করারও ঘোষণা দিচ্ছি।"
১০ মিনিট আগেসুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, "অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
২ ঘণ্টা আগে