লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৪ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৫ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৫ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৫ ঘণ্টা আগে