ভোলা প্রতিনিধি
ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।
পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।
পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
১ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে