Ajker Patrika

দোকানে চা খেতে বসা বৃদ্ধকে চাপা দিল ট্রলি

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ৪৪
দোকানে চা খেতে বসা বৃদ্ধকে চাপা দিল ট্রলি

ভোলায় চা খেতে দোকানে গিয়ে ট্রলির চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব উদ্দিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিনাজ ইউনিয়নের ছেলে। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধ আইয়ুব উদ্দিন বাংলাবাজার চৌরাস্তার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন একটি ট্রলি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে তাঁর ডান পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলিটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক খোকন পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার পতনের আগের দিন ড. ইউনূসের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়: নাহিদ

ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত