Ajker Patrika

বরিশালে শপিংমলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে শপিংমলে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর সদর রোডের একটি শপিংমলে নিচতলার গাড়ির পার্কিংয়ে আগুন লেগে একটি গাড়ি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফাতেমা সেন্টারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 
 
ব্যবসায়ীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর ১০ তলা ভবনের নিচ তলায় গ্যারেজে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই গ্যারেজসহ আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, ১০-১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে পার্কিংয়ে থাকা সিটি ব্যাংকের প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে বলা যাবে। 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এতে অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। অন্য কোনো গাড়ির ক্ষতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত