নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সহপাঠীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককে অপসারণের দাবিতে লাল কার্ড দেখিয়েছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে তাঁরা লাল কার্ড দেখান।
এ সময় চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। তাঁরা অনতিবিলম্বে তিন শিক্ষককে অপসারণ ও ‘প্রহসনমূলক’ ক্লাস রুটিন প্রত্যাহারের করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান।
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠা তিন শিক্ষক হলেন আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু ঘটনার দীর্ঘ চার মাস পার হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিন শিক্ষক এখনো স্বপদে বহাল আছেন। আমাদের লাঞ্ছিত করেও যাঁরা ক্যাম্পাসে আছেন, তাঁদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে।’
স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজ শাখার দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। সোমবার ক্লাস বর্জন, বিক্ষোভ করে অধ্যক্ষ স্যারকে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।’
সহপাঠীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককে অপসারণের দাবিতে লাল কার্ড দেখিয়েছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে তাঁরা লাল কার্ড দেখান।
এ সময় চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। তাঁরা অনতিবিলম্বে তিন শিক্ষককে অপসারণ ও ‘প্রহসনমূলক’ ক্লাস রুটিন প্রত্যাহারের করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান।
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠা তিন শিক্ষক হলেন আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু ঘটনার দীর্ঘ চার মাস পার হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিন শিক্ষক এখনো স্বপদে বহাল আছেন। আমাদের লাঞ্ছিত করেও যাঁরা ক্যাম্পাসে আছেন, তাঁদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে।’
স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজ শাখার দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। সোমবার ক্লাস বর্জন, বিক্ষোভ করে অধ্যক্ষ স্যারকে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।’
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। পরে ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন ও ৫০৭টি গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব
১ ঘণ্টা আগেদেশের কোথাও বৈধ কোনো সিসা বার নেই। তবে রেস্তোরাঁর আড়ালে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে এসব সিসা বার পরিচালনা করেন বলে দাবি করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম।
১ ঘণ্টা আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ১৪টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স করার তাগাদা দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেগাজীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় অবরোধ করে রাখেন তাঁরা।
১ ঘণ্টা আগে