Ajker Patrika

স্কুলঘরে মোটরসাইকেলের গোডাউন

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর) 
স্কুলঘরে মোটরসাইকেলের গোডাউন

নেছারাবাদে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ মোটরসাইকেলের গোডাউন বানিয়ে কৃষ্ণকান্ত দাস নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছেন। ওই ব্যবসায়ীর উপজেলা রোডে মোটরসাইকেলের শোরুম রয়েছে। 

করোনায় দেড় বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকার সুযোগে শ্রেণিকক্ষ গোডাউন বানিয়েছেন কৃষ্ণকান্ত। তবে তিনি দাবি করেছেন, স্কুল কমিটির অসিম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়েই তিনি স্কুলঘরটি ব্যবহার করছেন। 

কৃষ্ণ কান্ত বলেন, আমি আমার শোরুমের গাড়ি স্বরূপকাঠি সার্বজনীন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির বড় ভাই অসিম কর্মকারের অনুমতি নিয়ে কয়েক দিনের জন্য গাড়ি রেখেছি। 

স্কুলঘরে মোটরসাইকেলের গোডাইন করেছেন স্থানীয় ব্যবসায়ীজানা গেছে অসিম কর্মকার স্কুল কমিটির সহ-সভাপতি। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল হক বলেন, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে। 

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আমি কিছু জানি না। এখন দূরে আছি. সরেজমিনে গিয়ে দেখে আইননুযায়ী ব্যবস্থা নেব। 

বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে বিষয়টি দেখছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত