Ajker Patrika

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. আলিফ গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আলী মাঝির ছোট ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির অন্য ছেলে-মেয়েদের সঙ্গে পুকুর পাড়ে খেলা করছিল আলিফ। এরই একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পাড় থেকে সে পানিতে পড়ে যায়। তার মা নাজমা বেগম ছেলেকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা।’ 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিয়া বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত