ভোলা প্রতিনিধি
ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের একটি চরে নামিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৮০০-৯০০ যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে থাকে। অনেককে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।
লঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। চালক লঞ্চটি কোনো মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে ভিড়ালে যাত্রীরা প্রাণে বাঁচেন। অনেকে লাফিয়ে পড়ে নদীর তীরে আশ্রয় নেন। শত শত যাত্রীকে পানিতে ভিজে তীব্র রোদে পুড়ে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম বিপাকে পড়ে।
কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন জানান, তাঁদের লঞ্চের আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
লিটন জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের চাঁদপুরে হরিণা এলাকা থেকে কর্ণফুলী-৪ ও ১১ দিয়ে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে অন্য একটি লঞ্চ দিয়ে টেনে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের একটি চরে নামিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৮০০-৯০০ যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে থাকে। অনেককে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।
লঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। চালক লঞ্চটি কোনো মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে ভিড়ালে যাত্রীরা প্রাণে বাঁচেন। অনেকে লাফিয়ে পড়ে নদীর তীরে আশ্রয় নেন। শত শত যাত্রীকে পানিতে ভিজে তীব্র রোদে পুড়ে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম বিপাকে পড়ে।
কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন জানান, তাঁদের লঞ্চের আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
লিটন জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের চাঁদপুরে হরিণা এলাকা থেকে কর্ণফুলী-৪ ও ১১ দিয়ে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে অন্য একটি লঞ্চ দিয়ে টেনে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৯ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
১২ মিনিট আগে