ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৮ মিনিট আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৩৮ মিনিট আগেএক্স-রে মেশিন, অপারেশন থিয়েটার—সবই আছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে জনবলসংকটে এক্স-রে ও অস্ত্রোপচার হচ্ছে না। গত ৩ বছরে মাত্র একবার অস্ত্রোপচার হয়েছে। তা-ও এক প্রসূতির। আর এক্স-রে বন্ধ রয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পতেঙ্গায় ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-৭ এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক ৩৫ জনের মধ্যে ১৯টি শিশু রয়েছে।
৩ ঘণ্টা আগে