কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ বুধবার ভোর থেকে উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার ওপর আজ সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গতকাল মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, বিরূপ আবহাওয়ার কারণে অধিকাংশ মাছ ধরার ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে নোঙর করলেও কিছু ট্রলার এখনো সমুদ্রে রয়ে গেছে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে শহর থেকে গ্রামাঞ্চলে একধরনের স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ্ব অটোচালক মাহাবুব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই। কিন্তু আমরা তো ঘরে বসে থাকতে পারি না। ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দুঃখ কেউ দেখে না। বৃষ্টিতে ভিজে ১টা খেপ নিয়ে ৫ টাকা বেশি চাইলে দিতে চায় না।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ বুধবার ভোর থেকে উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার ওপর আজ সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গতকাল মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, বিরূপ আবহাওয়ার কারণে অধিকাংশ মাছ ধরার ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে নোঙর করলেও কিছু ট্রলার এখনো সমুদ্রে রয়ে গেছে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে শহর থেকে গ্রামাঞ্চলে একধরনের স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ্ব অটোচালক মাহাবুব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই। কিন্তু আমরা তো ঘরে বসে থাকতে পারি না। ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দুঃখ কেউ দেখে না। বৃষ্টিতে ভিজে ১টা খেপ নিয়ে ৫ টাকা বেশি চাইলে দিতে চায় না।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৮ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৮ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৮ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে