Ajker Patrika

বরিশালে ৫ কলেজের নতুন নামকরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
বরিশাল শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে বরিশাল বিভাগের পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত নোটিশ জারি করেছে বলে জানায় বরিশাল শিক্ষা বোর্ড।

নোটিশ সূত্র জানা যায়, নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘কাউনিয়া সরকারি কলেজ’; মেহেন্দীগঞ্জ উপজেলায় ‘দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়’-এর নতুন নাম ‘আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়’, আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের নাম পাল্টে করা হয়েছে ‘আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ’।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের নতুন নাম ‘নাজিরপুর সরকারি মহিলা কলেজ’। এ ছাড়া ভোলার সরকারি শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের পরিবর্তে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’ নামকরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর মন্ত্রণালয় নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোতে ওই নোটিশ পাঠানোর পর অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত