Ajker Patrika

শ্বশুরবাড়ি আসার পথে আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শ্বশুরবাড়ি আসার পথে আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শ্বশুরবাড়ি আসার পথে বরগুনার আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কলঙ্ক এলাকায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ। তিনি জানান, ‘এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা-পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এরপরও হাসপাতালে কলাপাড়া থানা-পুলিশ সদস্যদের পাঠানো হয়।’

নিহত নজরুল পটুয়াখালী সদরের সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীরা জানান, নজরুল গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজের মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে কলঙ্ক এলাকায় সড়কের ওপরে মোটরসাইকেলসহ তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।

স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বড় যানবাহনের ধাক্কায় অথবা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান নজরুল।

নজরুলের শ্বশুর লালুয়ার সালাউদ্দিন খান বলেন, ‘ঈদ উপলক্ষে জামাতাকে আমার বাড়িতে আসার কথা ছিল। খাওয়া-দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিল। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতি রয়েছে, ওরা আজ এতিম হয়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত