Ajker Patrika

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেন বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ

খান রফিক, নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৫: ৫২
নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেন বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ

মর্যাদার আসন বরিশাল-৫ (সদর ও মহানগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয় থেকে সাদিকের পক্ষে আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। মনোনয়নপত্র গ্রহণের পর বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হাসান লিটু সাংবাদিকদের বলেন, দলীয় বাধানিষেধ না থাকায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন, নীরব হোসেন টুটুল প্রমুখ। 

এর আগে সোমবার রাতে সাদিকের কালীবাড়ি রোডের বাসভবনে নেতা-কর্মীদের উপস্থিতিতে এক সভায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত হয়। ওই সভায় বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, আগামী ২৯ নভেম্বর শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওই সমাবেশে সাদিক তাঁর প্রার্থিতা ঘোষণা দেবেন। দলের মনোনয়ন না পাওয়া সাদিক আবদুল্লাহ অনুসারী নেতা-কর্মীদের নিয়ে রোববার রাত থেকে দফায় দফায় সভা করছেন। সর্বশেষ সোমবার রাত পৌনে ৯টায় সভা শেষে সিদ্ধান্ত হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এরপর থেকে সাদিক অনুসারীর নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ‘খেলা হবে’। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাদিকের পক্ষে আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।সোমবার রাতে সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, নেতা-কর্মীদের দাবির মুখে সাদিক প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ২৯ নভেম্বর বিএনপির হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আহ্বান করা হয়েছে। ওই সভায় তিনি প্রার্থী ঘোষণা দেবেন। 

অন্যদিকে এমপি জাহিদ ফারুক অনুসারী নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, মেয়র থাকাকালীন যে দুর্নাম কুড়িয়েছেন, তাতে জনগণ সাদিককে ভোট দেবেন কি না, সন্দেহ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত