নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়নে শ্রমিক দলের অফিস পোড়ানো অভিযোগে হওয়া মামলায় ওয়ার্ড বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীসহ রয়েছে দিনমজুর ও কলেজছাত্রের নাম। গত ১৮ অক্টোবর উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. মাসুম তালুকদার মোট ৬৩ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। তবে, তিনি দাবি করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদ এ মামলার খসড়া করে তাকে বাদী বানিয়েছেন।
আসামিদের অভিযোগ বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিন আহমেদ ওয়ার্ড বিএনপি নেতা ও চা দোকানি মাসুম তালুকদারকে ধরে বাদী বানিয়ে এ মামলা সাজিয়েছেন। শুধু তাই নয় এখন মামলার থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে বাদী টাকা চাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে মামলাটির বেশির ভাগ আসামি বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ। এদের অনেকেই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। আসামিদের অভিযোগ ২০১৯ সালে শ্রমিক দলের অফিস পোড়ানোর অভিযোগ এনে একটি মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। মূলত অর্থ আদায় ও ব্যক্তিগত শত্রুতার কারণে এ মামলা সাজানো হয়েছে।
উড়িবুনিয়া গ্রামের দিনমজুর মো. এমদাদুল তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমি একজন দিনমজুর মানুষ। যে সময় যে কাজ পাই তা করি। আমাকে ওই মামলায় ৬৩ নম্বর আসামি করা হয়েছে। এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পরিবার খুব অসহায় অবস্থায় আছে।’
রানা তালুকদার নামে অপর এক যুবক অভিযোগ করে বলেন, ‘আমি একজন কলেজছাত্র। অনার্স ফাস্ট ইয়ারে পড়াশোনা করি। মামলায় আমাকে আসামি করা হয়েছে। এখন মামলা থেকে অব্যাহতি দেবে বলে মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবি করছে।’
বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী মো. বাদশা মিয়া (৬৪) ওই মামলার ২৫ নম্বর আসামি। তিনি বলেন, আমি একজন বয়স্ক মানুষ। আমার কারও সঙ্গে ঝামেলা নেই। ঝামেলা বলতে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ বিরাজমান। সেই অপরাধে আমাকে মামলা আসামি করা হয়েছে।
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া অভিযোগ করেন, ‘আমি কোনো রাজনীতি করি না। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে মামলার আসামি করা হয়েছে। এখন মামলা থেকে রেহাই দেবে বলে মামলার বাদী মাসুম তালুকদার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে।’
মামলার বাদী মাসুম তালুকদার বলেন, ‘আমি উড়িয়াবুনিয়া গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ মামলার বাদী আমি হলেও; সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাহিন আহমেদ মামলার খসড়া করেছেন। মামলা সাজাতে তিনি আমাকে দুই বারে মোট চার হাজার পাঁচ শ টাকা দিয়েছেন। মামলায় বিএনপি সমর্থক কিছু সাধারণ মানুষকে আসামি করা হয়েছে। তবে, মামলার ভয় দেখিয়ে কারও কাছে কোনো টাকা চাইনি। এটা মিথ্যা কথা।’
বলদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহিন আহমেদ বলেন, ‘মামলার বাদী মাসুম তালুকদার। আমি মামলার বিষয়ে কিছু জানি না। আমি মামলা করতে কাউকে কোনো টাকা পয়সা দিইনি।’
নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এই মামলার ব্যাপারে আমি কিছুই জানি না। মামলায় অনেক বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক বিষয়। ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ ভালো জানেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, মামলার তদন্ত চলমান। যার অপরাধ প্রমাণ পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। এর ব্যত্যয় হবে না।
পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়নে শ্রমিক দলের অফিস পোড়ানো অভিযোগে হওয়া মামলায় ওয়ার্ড বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীসহ রয়েছে দিনমজুর ও কলেজছাত্রের নাম। গত ১৮ অক্টোবর উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. মাসুম তালুকদার মোট ৬৩ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। তবে, তিনি দাবি করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদ এ মামলার খসড়া করে তাকে বাদী বানিয়েছেন।
আসামিদের অভিযোগ বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিন আহমেদ ওয়ার্ড বিএনপি নেতা ও চা দোকানি মাসুম তালুকদারকে ধরে বাদী বানিয়ে এ মামলা সাজিয়েছেন। শুধু তাই নয় এখন মামলার থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে বাদী টাকা চাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে মামলাটির বেশির ভাগ আসামি বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ। এদের অনেকেই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। আসামিদের অভিযোগ ২০১৯ সালে শ্রমিক দলের অফিস পোড়ানোর অভিযোগ এনে একটি মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। মূলত অর্থ আদায় ও ব্যক্তিগত শত্রুতার কারণে এ মামলা সাজানো হয়েছে।
উড়িবুনিয়া গ্রামের দিনমজুর মো. এমদাদুল তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমি একজন দিনমজুর মানুষ। যে সময় যে কাজ পাই তা করি। আমাকে ওই মামলায় ৬৩ নম্বর আসামি করা হয়েছে। এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পরিবার খুব অসহায় অবস্থায় আছে।’
রানা তালুকদার নামে অপর এক যুবক অভিযোগ করে বলেন, ‘আমি একজন কলেজছাত্র। অনার্স ফাস্ট ইয়ারে পড়াশোনা করি। মামলায় আমাকে আসামি করা হয়েছে। এখন মামলা থেকে অব্যাহতি দেবে বলে মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবি করছে।’
বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী মো. বাদশা মিয়া (৬৪) ওই মামলার ২৫ নম্বর আসামি। তিনি বলেন, আমি একজন বয়স্ক মানুষ। আমার কারও সঙ্গে ঝামেলা নেই। ঝামেলা বলতে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ বিরাজমান। সেই অপরাধে আমাকে মামলা আসামি করা হয়েছে।
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া অভিযোগ করেন, ‘আমি কোনো রাজনীতি করি না। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে মামলার আসামি করা হয়েছে। এখন মামলা থেকে রেহাই দেবে বলে মামলার বাদী মাসুম তালুকদার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে।’
মামলার বাদী মাসুম তালুকদার বলেন, ‘আমি উড়িয়াবুনিয়া গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ মামলার বাদী আমি হলেও; সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাহিন আহমেদ মামলার খসড়া করেছেন। মামলা সাজাতে তিনি আমাকে দুই বারে মোট চার হাজার পাঁচ শ টাকা দিয়েছেন। মামলায় বিএনপি সমর্থক কিছু সাধারণ মানুষকে আসামি করা হয়েছে। তবে, মামলার ভয় দেখিয়ে কারও কাছে কোনো টাকা চাইনি। এটা মিথ্যা কথা।’
বলদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহিন আহমেদ বলেন, ‘মামলার বাদী মাসুম তালুকদার। আমি মামলার বিষয়ে কিছু জানি না। আমি মামলা করতে কাউকে কোনো টাকা পয়সা দিইনি।’
নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এই মামলার ব্যাপারে আমি কিছুই জানি না। মামলায় অনেক বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক বিষয়। ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ ভালো জানেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, মামলার তদন্ত চলমান। যার অপরাধ প্রমাণ পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। এর ব্যত্যয় হবে না।
সিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
১ মিনিট আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৬ মিনিট আগে