Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে. এম. লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ে দুই বছর অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছেন। এ ছাড়া নানা আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।

বুধবার দুপুরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেষে তাঁর পক্ষের শিক্ষকদের নিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান দুই বছর ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিতি, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অনীহা, বারবার নিজস্ব লোক দিয়ে অ্যাডহক কমিটি গঠনের অপচেষ্টা ও আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ও ঈদ পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মো. বেলায়েত হোসেন, মো. মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ অধিকাংশ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিদ্যমান। আমার দুর্নীতির বিষয়টির তারাই দেখভাল করবেন। এ ছাড়া আমি দাপ্তরিক সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কিন্তু বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কতিপয় শিক্ষক আমাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত