পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা। ঝড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়। এর আগে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় সদর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঝড়ে ঘরের গাছ উপড়ে পড়ে রুবি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রুবি বেগম রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ঝড় শুরু হলে নলবুনিয়া গ্রামের খালে পড়ে অনিল পাল (৮২) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিন-চারজন আহত হয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৪টি খুঁটি ভেঙে গেছে, ৪৫টি ক্রস আর্ম ভেঙেছে, ৫৬টি ইনসুলেটর, ১৭০টি মিটার, ৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫৭টি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকে পড়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে তা জানাতে পারেনি তারা।
এদিকে ঝড়ের আগমুহূর্তে বিদ্যুৎ চলে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন বহু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ‘ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। ক্ষতির পরিমাণ অনেক। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে পারব বলা অনিশ্চিত।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
পিরোজপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা। ঝড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়। এর আগে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় সদর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঝড়ে ঘরের গাছ উপড়ে পড়ে রুবি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রুবি বেগম রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ঝড় শুরু হলে নলবুনিয়া গ্রামের খালে পড়ে অনিল পাল (৮২) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিন-চারজন আহত হয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৪টি খুঁটি ভেঙে গেছে, ৪৫টি ক্রস আর্ম ভেঙেছে, ৫৬টি ইনসুলেটর, ১৭০টি মিটার, ৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫৭টি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকে পড়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে তা জানাতে পারেনি তারা।
এদিকে ঝড়ের আগমুহূর্তে বিদ্যুৎ চলে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন বহু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ‘ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। ক্ষতির পরিমাণ অনেক। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে পারব বলা অনিশ্চিত।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩১ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে