Ajker Patrika

কমিটি গঠন নিয়ে অসন্তোষ: বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক ঢাকায় লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২১: ০০
কমিটি গঠন নিয়ে অসন্তোষ: বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক ঢাকায় লাঞ্ছিত

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন উপজেলা কমিটি গঠন নিয়ে বিরোধ শীর্ষ নেতাদের হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দুই দফায় শারীরিকভাবে লাঞ্ছিত হন উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। পরে সিনিয়র নেতারা উদ্ধার করে তাঁকে চেয়ারপারসনের কার্যালয় থেকে সরিয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গতকাল রাতে চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের সাবেক জনপ্রতিনিধিদের সঙ্গে স্কাইপেতে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই সভায় মাগরিবের নামাজের বিরতি ও সভা শেষে রাত ৮টার দিকে দেওয়ান শহীদুল্লাহকে লাঞ্ছিত করেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার পদবঞ্চিত ক্ষুব্ধ একদল নেতা। তাঁরা বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসের অনুসারী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, মাগরিবের নামাজের বিরতির সময় সভাকক্ষের বাইরে এলে দেওয়ান শহীদুল্লাহকে ঘিরে ধরেন গৌরনদীর বিএনপি নেতা মিলন, মিঠু তালুকদার, মাহফুজ মোল্লাসহ ১০-১২ জন। কমিটিতে পদ দিতে কত টাকা খেয়েছেন, এমন প্রশ্ন তুলে তাঁরা দেওয়ান শহীদুল্লাহর সঙ্গে তর্কে লিপ্ত হন। 

একপর্যায়ে শহীদুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পদবঞ্চিত ক্ষুব্ধ নেতারা। সিনিয়র নেতারা শহীদুল্লাহকে রক্ষায় সভাকক্ষের মধ্যে পাঠিয়ে দেন। রাত ৮টার দিকে সভা শেষে তিনি নিজেকে রক্ষায় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে রওনা হন। তখন ক্ষুব্ধ নেতারা ধাওয়া দিলে তিনি দ্রুত জয়নুল আবেদীনের গাড়িতে উঠে যান। এ সময় শহীদুল্লাহকে নিয়ে অশ্রাব্য স্লোগান দেওয়া হয়। 

বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল এক নেতা বলেন, গতকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্কাইপেতে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে যাঁরা জনপ্রতিনিধি তাঁরা বলছেন, তাঁদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। তাঁরা আগামী দিনের আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগেবেন। বৈঠকে বরিশাল বিভাগের ১৬৪ জন জনপ্রতিনিধি ছিলেন। 

কেন্দ্রীয় ওই নেতা বলেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহকে বৈঠকের আগে ও পরে দুই দফায় নেতা-কর্মীরা ধরেছিলেন। তাঁদের অভিযোগ, দেওয়ান শহীদুল্লাহ কার কার কাছ থেকে নাকি কমিটিতে পদ দেওয়ার নামে টাকা নিয়েছেন। মাগরিবের নামাজের পর নেতা-কর্মীরা তাঁকে ধরলে তিনি দৌড় দিয়ে অফিসে ঢোকার চেষ্টা করেন। আবার মিটিং শেষে বের হওয়ার সময়ও লাঞ্ছনার শিকার হন। 

এ বিষয়ে দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ার কয়েকজন পদবঞ্চিত নেতা কমিটি নিয়ে তাঁর সঙ্গে তর্ক করেছেন। তাঁদের তিনি বলেছেন, বিষয়টির তদন্ত চলছে। কোনো অনিয়ম হয়ে থাকলে সেটা তদন্তে প্রমাণিত হবে। এর বেশি কিছু হয়নি দাবি করে শহীদুল্লাহ বলেন, তিনি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের গাড়িতে গুলশান কার্যালয় ত্যাগ করেছেন। 

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ঢাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই। কিন্তু উত্তরের আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কি না, তিনি দেখেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত