Ajker Patrika

এক সপ্তাহ পর উদ্ধার হলো মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী কার্গো

ভোলা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০: ১৯
এক সপ্তাহ পর উদ্ধার হলো মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী কার্গো

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া নন্দিনী-২ জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ পর আজ রোববার বেলা ১১টার দিকে জাহাজটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হুমায়রা, জহুরাসহ জাহাজের মালিকপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও পুলিশের অর্ধশত সদস্যের একটি দল এ উদ্ধারকাজে অংশ নেন। সকাল থেকে জাহাজটি পানিতে ভাসার কাজ শুরু হয়।

জাহাজটি উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। রাতের মধ্যে জাহাজটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া জাহাজে এখনো চারটি ট্যাংকে তেল ও পানি রয়েছে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, রোববার উদ্ধারকাজ শেষ হয়েছে। কাল সোমবার সকালে তেলবাহী জাহাজটি নিয়ে যাওয়া হবে।

শাফিউল কিঞ্জল বলেন, পরিবেশদূষণ রোধে দুর্ঘটনার দিন থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।

শাফিউল কিঞ্জল আরও বলেন, এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে তেল-পানি মিশ্রিত হওয়ার কারণে এখন পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এগুলো পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে যাওয়ার পর মিশ্রিত তেল আর পানি আলাদা করা হবে। তখন বলা যাবে কী পরিমাণ তেল তোলা হয়েছে।

গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত