Ajker Patrika

বরিশালে ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগে আটক তিন যুবক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগে আটক তিন যুবক

বরিশালে জুয়া খেলার জন্য তরুণদের কাছে ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগে তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানার সাহেবের হাট-বাজারের হাওলাদার টেলিকম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনে ইনস্টল করা বিভিন্ন জুয়ার অ্যাপসের মধ্যে ৩ হাজার ৪৫৯ ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়। 

আটকেরা হলেন শাওন হাওলাদার সুজন (২৭), ইমন হোসেন (২০) ও ইব্রাহীম মোল্লা (২০)। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বরিশাল-১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সভা কক্ষে এই সম্মেলন হয়। 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও জানান, ওই দোকানে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া জুয়া খেলতে ভার্চুয়াল মুদ্রা বিক্রির খবর পাই। তখন পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ জোবায়েদ খান ও একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। 

এ সময় দোকানের মধ্য থেকে ৩ জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনটি মোবাইলে ইনস্টল করার জুয়ার অ্যাপের মধ্যে মোট ৩ হাজার ৪৫৯ ভার্চুয়াল মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশি টাকাকে ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরের জন্য দুটি মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপে জমা রাখা মোট ১৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তরুণ ও যুবসমাজের কাছে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি করত। বাংলাদেশি টাকা দিয়ে সহজেই ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে দিতেন আটক ব্যক্তিরা। এতে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে প্রমুখ। 

জানা গেছে, বিশ্বের সব ধরণের ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের আইন অনুসারে অবৈধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত