নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জুয়া খেলার জন্য তরুণদের কাছে ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগে তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানার সাহেবের হাট-বাজারের হাওলাদার টেলিকম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনে ইনস্টল করা বিভিন্ন জুয়ার অ্যাপসের মধ্যে ৩ হাজার ৪৫৯ ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়।
আটকেরা হলেন শাওন হাওলাদার সুজন (২৭), ইমন হোসেন (২০) ও ইব্রাহীম মোল্লা (২০)। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বরিশাল-১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সভা কক্ষে এই সম্মেলন হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও জানান, ওই দোকানে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া জুয়া খেলতে ভার্চুয়াল মুদ্রা বিক্রির খবর পাই। তখন পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ জোবায়েদ খান ও একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
এ সময় দোকানের মধ্য থেকে ৩ জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনটি মোবাইলে ইনস্টল করার জুয়ার অ্যাপের মধ্যে মোট ৩ হাজার ৪৫৯ ভার্চুয়াল মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশি টাকাকে ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরের জন্য দুটি মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপে জমা রাখা মোট ১৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তরুণ ও যুবসমাজের কাছে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি করত। বাংলাদেশি টাকা দিয়ে সহজেই ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে দিতেন আটক ব্যক্তিরা। এতে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে প্রমুখ।
জানা গেছে, বিশ্বের সব ধরণের ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের আইন অনুসারে অবৈধ।
বরিশালে জুয়া খেলার জন্য তরুণদের কাছে ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগে তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানার সাহেবের হাট-বাজারের হাওলাদার টেলিকম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনে ইনস্টল করা বিভিন্ন জুয়ার অ্যাপসের মধ্যে ৩ হাজার ৪৫৯ ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়।
আটকেরা হলেন শাওন হাওলাদার সুজন (২৭), ইমন হোসেন (২০) ও ইব্রাহীম মোল্লা (২০)। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বরিশাল-১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সভা কক্ষে এই সম্মেলন হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও জানান, ওই দোকানে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া জুয়া খেলতে ভার্চুয়াল মুদ্রা বিক্রির খবর পাই। তখন পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ জোবায়েদ খান ও একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
এ সময় দোকানের মধ্য থেকে ৩ জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনটি মোবাইলে ইনস্টল করার জুয়ার অ্যাপের মধ্যে মোট ৩ হাজার ৪৫৯ ভার্চুয়াল মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশি টাকাকে ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরের জন্য দুটি মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপে জমা রাখা মোট ১৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তরুণ ও যুবসমাজের কাছে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি করত। বাংলাদেশি টাকা দিয়ে সহজেই ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে দিতেন আটক ব্যক্তিরা। এতে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে প্রমুখ।
জানা গেছে, বিশ্বের সব ধরণের ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের আইন অনুসারে অবৈধ।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৫ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪৩ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে