Ajker Patrika

টিসিবির পণ্য ছাড়া মানুষ সংসার চালানোর উপায় খুঁজে পাচ্ছেন না: মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১: ৩৩
টিসিবির পণ্য ছাড়া মানুষ সংসার চালানোর উপায় খুঁজে পাচ্ছেন না: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাধারণ মানুষ তাকিয়ে উন্নয়ন দেখলেও টিসিবির পণ্য ছাড়া তাঁরা সংসার চালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। ব্যাংক ফতুর করে ফেলে হাজার কোটি টাকা পাচার করছে লুটেরার দল। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে। 

আজ শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন। 

মেনন বলেন, বিএনপি যতই ভালো কথা বলুক না কেন, দুর্নীতির সেই পুরোনো স্বর্গরাজ্য ফিরে পেতেই মরিয়া হয়ে উঠেছে। বিএনপি পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি ও আমিনুল ইসলাম গোলাপ। বক্তব্য দেন পটুয়াখালী জেলা সভাপতি অনিমেশ হাওলাদার, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান রুস্তুম আলী, কেন্দ্রীয় সদস্য বি এম শাজাহান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত