গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আলতাফ হোসেনের জানাজায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় সঙ্গে ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ তাঁর ১৪-১৫ জন সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে কিছু সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ মাহমুদ (৩২) একজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে হাতাহাতি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত বেশ গভীর। তবে দেলোয়ার হোসেনের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আলতাফ হোসেনের জানাজায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় সঙ্গে ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ তাঁর ১৪-১৫ জন সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে কিছু সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ মাহমুদ (৩২) একজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে হাতাহাতি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত বেশ গভীর। তবে দেলোয়ার হোসেনের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৭ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে