খান রফিক, নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।
গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।
সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।
গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।
সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৪ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২০ মিনিট আগে