Ajker Patrika

বিএনপির নেতা-কর্মীদের ঢল বরিশাল নগরীতে, লোকারণ্য বঙ্গবন্ধু উদ্যান 

খান রফিক, নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২: ৪৩
বিএনপির নেতা-কর্মীদের ঢল বরিশাল নগরীতে, লোকারণ্য বঙ্গবন্ধু উদ্যান 

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।

গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।

বরিশাল নগরীর রাস্তায় রাস্তায় মিছিল করে সম্মেলনে যাচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা।একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত