Ajker Patrika

মিথ্যা মামলা করায় বাদীর হাজতবাস

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ-নুহু-উল আলম নবীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মাসুম তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইফতেখায়রুল রাসেল ও নৈশপ্রহরী রাজু তালুকদারের বিরুদ্ধে আদালতে গাছ কাটার মিথ্যা মামলা করেন। দুই আসামি গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে মিথ্যা মামলা করায় বাদী মাসুমকে বিকেল ৫টা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে মামলাটি খারিজ করে দেন।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসামি পক্ষের আইনজীবী সৈয়দ-নুহু-উল আলম নবীন বলেন, মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলার বাদীতে বিকেল পাঁচটা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত