Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলা করা সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৫: ০৬
সাংবাদিকের ওপর হামলা করা সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনার মামলায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহিপুর থানার পুলিশ। আজ বুধবার ভোরে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মহিপুর ও কলাপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন  সুমন খান (২০), রনি (১৯) ওসমান (১৯) ও শাহীন (২২)। 

উল্লেখ্য, গত শনিবার মহিপুর শেখ রাসেল সেতুর সংযোগস্থলে একটি স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদার (২৫) ও রাকিবকে (২০) পিটিয়ে আহত করেন স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান খলিলসহ একদল কিশোর। এ সময় সাংবাদিক হাসান হামলা থামাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। এ হামলায় রাকিবের কোমরে ১৪টি সেলাই দিতে হয়। এ ঘটনার পর আহত রাকিবের মা বাদী হয়ে মো. খলিলকে প্রধান করে ২২মে আদালতে এবং ২৪মে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মহিপুর থানা এলাকায় কোনো ধরনের সংঘবদ্ধ কিশোর অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনার সন্তান কোথায় যায়, কী করে—এ বিষয়ে একটু ভালোভাবে খোঁজ-খবর রাখবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত