Ajker Patrika

ঝালকাঠিতে লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৩৫
ঝালকাঠিতে লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা একটি লরির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সুমন দেবনাথ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন অপর আরোহী সুবল চৌহান (৪২)। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের আনজার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন। 

নিহত সুমন দেবনাথ ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠির তনু মোটরসের ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অপর আরোহী বরিশালের কাউনিয়ার বাসিন্দা অশক চৌহালের ছেলে এবং একই প্রতিষ্ঠানে মোটর মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটির আনজার ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক পিলার বোঝাই দুটি লরি থামানো ছিল। বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে লরিটির পেছনে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তাঁদের। ঝালকাঠি থেকে বরিশালগামী একটি সিএনজি অটোরিকশারচালক দেখতে পেয়ে দুজনকে তুলে বরিশালের উদ্দেশে নিয়ে যান। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন বলেন, শেবাচিমে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহটি ডোমঘরে রাখা হয়েছে। অপরজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর এক আরোহী গুরুতর আহত হওয়ার খবর শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত