তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বিকেলে মালিপাড়া এলাকায় পাশাপাশি স্থানে আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় হামলাকারীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রথমে সিসিটিভি ভেঙে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এই মামলায় ২ নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে। মামলার আট দিন পর তালতলী থানা-পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল হকের ছেলে নাঈম হকের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বিকেলে মালিপাড়া এলাকায় পাশাপাশি স্থানে আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় হামলাকারীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রথমে সিসিটিভি ভেঙে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এই মামলায় ২ নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে। মামলার আট দিন পর তালতলী থানা-পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল হকের ছেলে নাঈম হকের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে