আমতলী (বরগুনা) প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করা হবে–এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরগুনা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্ত সিফাত আনোয়ার তুমপা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশ বক্তব্য দেন। গত তিন দিন আগে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার তাঁর এলাকার ভোটারদের রেজবি-উল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশ দেন। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়িপেটার হুমকি দেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার কাছে অভিযোগ দিয়েছেন।
চন্দনতলা গ্রামের নাশির হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে তার হাতুড়ি বাহিনী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেবে। আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন।’
চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার ঘোড়া প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক ও কর্মী। তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ভোটারদের তাঁর পছন্দের ঘোড়া প্রতীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করবে বলে হুমকি দিচ্ছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নে সুষ্ঠু ভোট গ্রহন বাধাগ্রস্ত হবে।’
এ বিষয়ে জানতে পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, ‘চেয়ারম্যান আব্দুর বাজ্জাক হাওলাদার আমার সমর্থক। কিন্তু তিনি ভোটারদের হুমকি দিয়েছেন কিনা আমার জানা নেই।’
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, তালতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার। নির্বাচনে মোট তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া প্রতীক), মনিরুজ্জামান মিন্টু (আনারস) এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটরসাইকেল)। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ৫৪০ জন।
উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করা হবে–এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরগুনা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্ত সিফাত আনোয়ার তুমপা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশ বক্তব্য দেন। গত তিন দিন আগে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার তাঁর এলাকার ভোটারদের রেজবি-উল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশ দেন। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়িপেটার হুমকি দেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার কাছে অভিযোগ দিয়েছেন।
চন্দনতলা গ্রামের নাশির হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে তার হাতুড়ি বাহিনী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেবে। আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন।’
চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার ঘোড়া প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক ও কর্মী। তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ভোটারদের তাঁর পছন্দের ঘোড়া প্রতীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করবে বলে হুমকি দিচ্ছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নে সুষ্ঠু ভোট গ্রহন বাধাগ্রস্ত হবে।’
এ বিষয়ে জানতে পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, ‘চেয়ারম্যান আব্দুর বাজ্জাক হাওলাদার আমার সমর্থক। কিন্তু তিনি ভোটারদের হুমকি দিয়েছেন কিনা আমার জানা নেই।’
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, তালতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার। নির্বাচনে মোট তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া প্রতীক), মনিরুজ্জামান মিন্টু (আনারস) এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটরসাইকেল)। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ৫৪০ জন।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগে