Ajker Patrika

বরিশালে রেস্তোরাঁকর্মীদের হামলায় আহত ৭ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০১: ২১
বরিশালে রেস্তোরাঁকর্মীদের হামলায় আহত ৭ 

বরিশালে রেস্তোরাঁ কর্মীদের হামলায় ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নগরের বগুড়া রোডে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন মো. রুবেল, বিকাশ, বাপ্পি, আমিন, ইমরান, মেহেদী ও মিরাজ। আহতদের মধ্যে ৪ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মারামারির খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। দুই পক্ষই এ ঘটনায় মৌখিক অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মো. রফিক বলেন, বেলা ৩টার দিকে বগুড়া রোডে একদল যুবককে বাঁশ, লাঠিসোঁটা নিয়ে দৌড়াতে দেখা যায়। একপর্যায়ে বেদম মারধর করা হয় কয়েকজন যুবককে। পরে শুনেছি যে ওই যুবকেরা ইন্টারনেটের সংযোগ দিচ্ছিলেন। তিনি আরও বলেন, হামলার সময় বগুড়া রোডে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকে এদিক সেদিক ছোটাছুটি করে। 

আহত ইউরোটেল বিডির কর্মীরা অভিযোগ করেন, সকালে বগুড়া রোডের পেশকারবাড়ি সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের সার্ভিসের তার পুড়ে ও ছিঁড়ে যায়। গ্রাহকের সেবা ব্যাহত হওয়ায় কর্মীরা রাস্তার পাশে বসে কাজ করছিল। একপর্যায়ে নাজেমস রেস্তোরাঁর কর্মীরা এসে তাদের ইফতার বিক্রিতে বিঘ্ন ঘটে এই অজুহাতে গালিগালাজ করে সরিয়ে দেয়। 

পরে সিনিয়র কর্মীরা জিজ্ঞেস করতে গেলে বাঁশ নিয়ে নাজেমস রেস্তোরাঁর মালিক রেজা, ওয়ার্ড বিএনপি নেতা নুন্নাসহ রেস্তোরাঁর ১০-১২ জন স্টাফ হামলা চালায়। তবে এ বিষয়ে নাজেমস রেস্তোরাঁর কেউ কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত