Ajker Patrika

মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৪: ০৮
মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

ফেনীতে মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুবকটিকে চার-পাঁচ দিন আগে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা এই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর।

ফেনী সদর সার্কেলের অং প্রু মার্মা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত