Ajker Patrika

বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলে আব্দুল হাইর মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ১৮
বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলে আব্দুল হাইর মৃত্যু

বঙ্গোপসাগর থেকে উদ্ধার চার জেলের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আব্দুল হাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ নিহত আব্দুল হাই বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির সময় ডাকাতের পিটুনি খেয়ে সাগরে পড়ে যাওয়া নয় জেলের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এসব জেলে একটানা ৭০ ঘণ্টা ভাসমান অবস্থায় ছিলেন। বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার তাঁদের উদ্ধার করে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আজ সোমবার সকালে গভীর বঙ্গোপসাগরে গিয়ে তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুরা হামলা চালায়। এ সময় নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয়। এ ছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। 

দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ নয় জেলের মধ্যে চারজনকে তালতলীর একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। বাকিদের উদ্ধারে ও জলদস্যুদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত