দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জ্যোৎস্না ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের স্ত্রী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে। তাঁর দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ৬ বছর আগে মাকসুদের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর মা ছকিনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে কিছু টাকা দিতাম। গত শনিবার সকালে মাকসুদ মোবাইল করে আমার কাছে আবার টাকা চায়। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে জ্যোৎস্না কাছে নেই। পরে গতকাল সকালে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।’
ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জ্যোৎস্না ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের স্ত্রী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে। তাঁর দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ৬ বছর আগে মাকসুদের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর মা ছকিনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে কিছু টাকা দিতাম। গত শনিবার সকালে মাকসুদ মোবাইল করে আমার কাছে আবার টাকা চায়। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে জ্যোৎস্না কাছে নেই। পরে গতকাল সকালে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৪ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৭ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে