Ajker Patrika

পাথরঘাটায় অনিবন্ধিত ৮ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৮: ৪১
পাথরঘাটায় অনিবন্ধিত ৮ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সারা দেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল হাসান এসব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন।

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো পাথরঘাটা হাসপাতাল সড়কের নূর ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, মনিরা ইয়াসমিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, থানা সড়কের জহুরা খাতুন মাতৃমঙ্গল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চরদুয়ানী বাজার এলাকার দোয়েল ডায়াগনস্টিক সেন্টার, কাকচিড়া বাজার এলাকার সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জহুরা ডায়াগনস্টিক সেন্টার ও এলাহী সদর হাসপাতাল।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, পাথরঘাটায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত থাকায় প্রথমে সেগুলোকে লিখিতভাবে বন্ধ করার জন্য বলা হয়। আজ মঙ্গলবার দুপুরে ওই ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত