ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা ফাইজারের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে টিকা দেওয়া শুরু হয়।
জানা যায়, ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্ম ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জনকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এ নিয়ে জেলায় পঁঅচ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে এগিয়ে রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজে টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে।
ঝালকাঠি জেলায় ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জন সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন ও পুরুষ ১ লাখ ৬ হাজার ১১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৭১১ জনের মধ্যে নারী টিকা গ্রহণকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৩০ এবং পুরুষ ৮০ হাজার ৫৮১। গত ১৩ অক্টোবর থেকে জেলায় ফাইজারের টিকা প্রদানের পর থেকে ৭ হাজার ১৫৪ জন নারী এবং ৬ হাজার ৩০৬ জন পুরুষ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জেলায় সিনোফার্মের ১ লাখ ৮ হাজার ৯৩২ এবং ফাইজারের ২৬ হাজার ৩৮৮টি টিকা মজুত রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আজ ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে না পারায় যারা করেছে, টিকা প্রদানের সময় তাদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
সিভিল সার্জন আরও বলেন, ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয়। তাই সব স্থানে টিকাকেন্দ্র খোলা যায় না।
ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা ফাইজারের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে টিকা দেওয়া শুরু হয়।
জানা যায়, ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্ম ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জনকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এ নিয়ে জেলায় পঁঅচ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে এগিয়ে রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজে টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে।
ঝালকাঠি জেলায় ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জন সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন ও পুরুষ ১ লাখ ৬ হাজার ১১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৭১১ জনের মধ্যে নারী টিকা গ্রহণকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৩০ এবং পুরুষ ৮০ হাজার ৫৮১। গত ১৩ অক্টোবর থেকে জেলায় ফাইজারের টিকা প্রদানের পর থেকে ৭ হাজার ১৫৪ জন নারী এবং ৬ হাজার ৩০৬ জন পুরুষ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জেলায় সিনোফার্মের ১ লাখ ৮ হাজার ৯৩২ এবং ফাইজারের ২৬ হাজার ৩৮৮টি টিকা মজুত রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আজ ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে না পারায় যারা করেছে, টিকা প্রদানের সময় তাদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
সিভিল সার্জন আরও বলেন, ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয়। তাই সব স্থানে টিকাকেন্দ্র খোলা যায় না।
মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির
১৪ মিনিট আগেলন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
২৩ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১ ঘণ্টা আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক-সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝরছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুততম সময়ে ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াইকাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন
১ ঘণ্টা আগে