Ajker Patrika

বরিশালে সিটি মেয়র খোকন অনুসারী দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২২: ১৭
বরিশালে সিটি মেয়র খোকন অনুসারী দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর বরিশাল নগরীতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে পাঁচ-ছয়জনকে গুরুতর জখম করা হয়।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের কাশীপুর এলাকায় ইসলামি চক্ষু হাসপাতালের সামনে এ মারামারি ঘটনা ঘটে। 

এতে আহত ছাত্রলীগ কর্মী জাকারিয়া আলম সুবেহ ও সোহেল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাঁরাসহ সাতজন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই গ্রুপই সিটি করপোরেশনে নবনির্বাচিত আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত সমর্থক। খোকন সেরনিয়াবাত অনুসারী নেতা-কর্মীদের নিয়ে আজ টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। তাঁর সঙ্গী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে টুঙ্গিপাড়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে বরিশালে ফেরার পর একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে বলে জানা গেছে। 

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে ফেরার পর কাশীপুর ইসলামি চক্ষু হাসপাতালের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। দুই গ্রুপই নবনির্বাচিত মেয়রের সমর্থক। টুঙ্গিপাড়ার বিবাদের জের ধরে এ মারামারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত