মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির এক ডিলারের বাড়ি থেকে ১৯২ বোতল সরকারি সয়াবিন তেল ও ৫ বস্তা মসুর ডাল জব্দ করেছে প্রশাসন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙা গ্রামে ওই ডিলারের বাড়ি থেকে এসব সরকারি পণ্য জব্দ করা হয়।
নাজমুল গাছুয়া ইউনিয়নের ওএমএস কর্মসূচির ডিলার নাজমুল সরদারের বাড়ি ওই একই গ্রামে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলার থেকে সরকারের ভর্তুকি মূল্যের পণ্য অবৈধভাবে কিনে মজুত করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় গলইভাঙা গ্রামের জনদের আলী হাওলাদারের ছেলে হাসান হাওলাদার বাদী হয়ে আজ বুধবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে নাজমুল আত্মগোপন করেছেন বলে জানায় উপজেলা প্রশাসন।
তবে নাজমুল উপজেলার কোন টিসিবি ডিলারের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করেছিলেন তা জানা যায়নি।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার খেজুরতলা বাজারের জনৈক ব্যবসায়ী হাসান ব্যাপারী বাজারের পাইকারি মূল্যের চেয়ে কমদামে সয়াবিন তেল ও মসুর ডাল খুচরায় বিক্রি করেন। এতে অন্য ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা হাসান ব্যাপারীর মালামাল ক্রয়ের বিষয়ে খোঁজ নেন। পরে ব্যবসায়ীরা জানতে পারেন, হাসান ওএমএসের ডিলার নাজমুলের কাছ থেকে অপেক্ষাকৃত কমদামে টিসিবির তেল ও ডাল কেনেন। ব্যবসায়ী ও স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশে সংবাদ দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ওই সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা ও মুলাদী থানার উপপরিদর্শক হারুন অর রশিদ অভিযান চালিয়ে নাজমুলের বাড়িসহ তাঁর প্রতিবেশী অপু হাওলাদার ও সিদ্দিক হাওলাদারের ঘর থেকে টিসিবির লেবেল লাগানো দুই লিটারের ১২৯ বোতল এবং এক লিটারের ৬২ বোতল সয়াবিন তেল জব্দ করেন। এ সময় তাদের বাসা থেকে ৫ বস্তা মসুর ডাল পাওয়া যায়।
মামলার বাদী হাসান হাওলাদার বলেন, টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে ডিলারেরা অবৈধভাবে বিক্রি করেছেন। নাজমুল সেই পণ্য কিনে ডিলারদের সহযোগিতা করায় জনস্বার্থে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, টিসিবির পণ্য সংশ্লিষ্ট ডিলার ব্যতীত অন্য কারও দখলে থাকতে পারে না। পণ্যগুলো ভোক্তাদের না দিয়ে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। টিসিবির ডিলার এবং নাজমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সরকারের ভর্তুকি মূল্যের পণ্য জব্দের ঘটনা নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে টিসিবির ডিলারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির এক ডিলারের বাড়ি থেকে ১৯২ বোতল সরকারি সয়াবিন তেল ও ৫ বস্তা মসুর ডাল জব্দ করেছে প্রশাসন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙা গ্রামে ওই ডিলারের বাড়ি থেকে এসব সরকারি পণ্য জব্দ করা হয়।
নাজমুল গাছুয়া ইউনিয়নের ওএমএস কর্মসূচির ডিলার নাজমুল সরদারের বাড়ি ওই একই গ্রামে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলার থেকে সরকারের ভর্তুকি মূল্যের পণ্য অবৈধভাবে কিনে মজুত করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় গলইভাঙা গ্রামের জনদের আলী হাওলাদারের ছেলে হাসান হাওলাদার বাদী হয়ে আজ বুধবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে নাজমুল আত্মগোপন করেছেন বলে জানায় উপজেলা প্রশাসন।
তবে নাজমুল উপজেলার কোন টিসিবি ডিলারের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করেছিলেন তা জানা যায়নি।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার খেজুরতলা বাজারের জনৈক ব্যবসায়ী হাসান ব্যাপারী বাজারের পাইকারি মূল্যের চেয়ে কমদামে সয়াবিন তেল ও মসুর ডাল খুচরায় বিক্রি করেন। এতে অন্য ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা হাসান ব্যাপারীর মালামাল ক্রয়ের বিষয়ে খোঁজ নেন। পরে ব্যবসায়ীরা জানতে পারেন, হাসান ওএমএসের ডিলার নাজমুলের কাছ থেকে অপেক্ষাকৃত কমদামে টিসিবির তেল ও ডাল কেনেন। ব্যবসায়ী ও স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশে সংবাদ দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ওই সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা ও মুলাদী থানার উপপরিদর্শক হারুন অর রশিদ অভিযান চালিয়ে নাজমুলের বাড়িসহ তাঁর প্রতিবেশী অপু হাওলাদার ও সিদ্দিক হাওলাদারের ঘর থেকে টিসিবির লেবেল লাগানো দুই লিটারের ১২৯ বোতল এবং এক লিটারের ৬২ বোতল সয়াবিন তেল জব্দ করেন। এ সময় তাদের বাসা থেকে ৫ বস্তা মসুর ডাল পাওয়া যায়।
মামলার বাদী হাসান হাওলাদার বলেন, টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে ডিলারেরা অবৈধভাবে বিক্রি করেছেন। নাজমুল সেই পণ্য কিনে ডিলারদের সহযোগিতা করায় জনস্বার্থে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, টিসিবির পণ্য সংশ্লিষ্ট ডিলার ব্যতীত অন্য কারও দখলে থাকতে পারে না। পণ্যগুলো ভোক্তাদের না দিয়ে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। টিসিবির ডিলার এবং নাজমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সরকারের ভর্তুকি মূল্যের পণ্য জব্দের ঘটনা নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে টিসিবির ডিলারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২৫ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩০ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩৪ মিনিট আগে