Ajker Patrika

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আলফাজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মো. আলফাজ উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত
মো. আলফাজ উদ্দিন শেখ। ছবি: সংগৃহীত

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলফাজ উদ্দিন মারা যান। মৎস্য কর্মকর্তা আলফাজ বরিশাল বিভাগের প্রথম পরিচালক ছিলেন।

পরিচালকের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার (আলফাজ উদ্দিন) হঠাৎ তাঁর কক্ষে অসুস্থ হয়ে পড়েন। তখন শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত তাঁকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু ঘটেছে।’

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখের বাড়ি কুষ্টিয়া সদরে। তাঁর স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছেন। বাদ মাগরিব নগরের টিটিসি ক্যাম্পাসে জানাজা শেষে তাঁর মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।

জানাজায় বরিশাল বিভাগের মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত