প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশন উপজেলার আসলামপুর, মাদ্রাজ, আহম্মদপুর, হামিদপুর, হাজারিগঞ্জ, চরমণিকা, নজরুল নগরসহ পঁচিশটি এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা। প্রতিনিয়ত জোয়ারের চাপ বাড়তে থাকায় চরফ্যাশন উপজেলার আমনের চাষ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন ফুট পানির নিচে ডুবে রয়েছে আমনের বীজতলা। কয়েক দিনের টানা বৃষ্টি ও বাতাসের তীব্র চাপ থাকায় ভাটার পানি নামছে না।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে পুরো উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আসলামপুর ইউনিয়নের কৃষক আলাউদ্দিন বলেন, ‘আমি এক একর জমিতে আমন ধানের বীজ বুনেছি। চারাও গজিয়েছে। কিন্তু পাঁচ দিন ধরে জোয়ারের পানিতে সব চারা ডুবে আছে। পানি না কমলে চারার গোড়ায় পচন ধরতে পারে।’
মাদ্রাজ ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে এরই মধ্যে আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির কারণে জমিতে চাষ দিতে পারিনি। আমার দেড় একর জমির বীজতলা পানির নিচে ডুবে আছে। বৃষ্টি ও জোয়ারের পানি এভাবে থাকলে বীজতলার ব্যাপক ক্ষতি হবে।’
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিন পানি আরও বৃদ্ধি পাবে। এলাকায় ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ নেই। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু পানির কারণে শতকরা ১৫ ভাগ বীজতলা ডুবে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘জোয়ারে বীজতলা ডুবে গেলেও ভাটায় পানি নেমে যাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’
কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশন উপজেলার আসলামপুর, মাদ্রাজ, আহম্মদপুর, হামিদপুর, হাজারিগঞ্জ, চরমণিকা, নজরুল নগরসহ পঁচিশটি এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা। প্রতিনিয়ত জোয়ারের চাপ বাড়তে থাকায় চরফ্যাশন উপজেলার আমনের চাষ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন ফুট পানির নিচে ডুবে রয়েছে আমনের বীজতলা। কয়েক দিনের টানা বৃষ্টি ও বাতাসের তীব্র চাপ থাকায় ভাটার পানি নামছে না।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে পুরো উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আসলামপুর ইউনিয়নের কৃষক আলাউদ্দিন বলেন, ‘আমি এক একর জমিতে আমন ধানের বীজ বুনেছি। চারাও গজিয়েছে। কিন্তু পাঁচ দিন ধরে জোয়ারের পানিতে সব চারা ডুবে আছে। পানি না কমলে চারার গোড়ায় পচন ধরতে পারে।’
মাদ্রাজ ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে এরই মধ্যে আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির কারণে জমিতে চাষ দিতে পারিনি। আমার দেড় একর জমির বীজতলা পানির নিচে ডুবে আছে। বৃষ্টি ও জোয়ারের পানি এভাবে থাকলে বীজতলার ব্যাপক ক্ষতি হবে।’
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিন পানি আরও বৃদ্ধি পাবে। এলাকায় ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ নেই। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু পানির কারণে শতকরা ১৫ ভাগ বীজতলা ডুবে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘জোয়ারে বীজতলা ডুবে গেলেও ভাটায় পানি নেমে যাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’
পটুয়াখালীর চারটি আসনের মধ্যে বাউফল (পটুয়াখালী-২) আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
৩ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেখুন, ছিনতাই, চুরি কিংবা ডাকাতির মতো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে থাকে। এসব ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত শনাক্তের চেষ্টা চলে।
৪ ঘণ্টা আগেদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছেই। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যেসব মহাসড়কে সার্ভিস লেন আছে, সেগুলোও কিছুদূর পরপর মহাসড়কে মিশেছে।
৬ ঘণ্টা আগে