নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি স্কুলের ১৫ ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা এটাকে ম্যাস হিস্টেরিয়া রোগ বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অসুস্থ ছাত্রীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। ছাত্রীরা শিগগির সুস্থ হয়ে উঠবে।
আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার বলেন, স্কুল শুরুর এক ঘণ্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয়তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আমরা শিক্ষকেরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষণেই ওই শ্রেণির আরও চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে মোট ১৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, হটাৎ অসুস্থ হয়ে একসঙ্গে ১৫ ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন দিয়ে স্যালাইন লাগানো হয়েছে। তিনি জানান, এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তিনি বলেন, ‘সাধারণত এই মৌসুমে বিদ্যালয়ের দু-চারজন শিক্ষার্থী এই রোগ নিয়ে হাসপাতাল আসে। তবে কেন যেন মনে হচ্ছে, এ বছর এর চাপ অনেকটা বেশি। তবে এর কারণ খুঁজে পাওয়া যায়নি।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি স্কুলের ১৫ ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা এটাকে ম্যাস হিস্টেরিয়া রোগ বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অসুস্থ ছাত্রীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। ছাত্রীরা শিগগির সুস্থ হয়ে উঠবে।
আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার বলেন, স্কুল শুরুর এক ঘণ্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয়তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আমরা শিক্ষকেরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষণেই ওই শ্রেণির আরও চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে মোট ১৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, হটাৎ অসুস্থ হয়ে একসঙ্গে ১৫ ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন দিয়ে স্যালাইন লাগানো হয়েছে। তিনি জানান, এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তিনি বলেন, ‘সাধারণত এই মৌসুমে বিদ্যালয়ের দু-চারজন শিক্ষার্থী এই রোগ নিয়ে হাসপাতাল আসে। তবে কেন যেন মনে হচ্ছে, এ বছর এর চাপ অনেকটা বেশি। তবে এর কারণ খুঁজে পাওয়া যায়নি।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৬ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৫ মিনিট আগে