Ajker Patrika

ব্যবসায়ী সোহাগ হত্যা, নিজ জেলা বরগুনায় প্রতিবাদ সমাবেশ

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রেসক্লাবের সামনে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করে বরগুনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ছবি: আজকের পত্রিকা
বরগুনা প্রেসক্লাবের সামনে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করে বরগুনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ছবি: আজকের পত্রিকা

চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন মিয়া ওরফে সোহাগকে (৩৯) পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরগুনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদারসহ অনেকে।

বক্তারা বলেন, ব্যবসায়ী সোহাগকে হত্যার পর তাঁর মরদেহেও পাশবিকতা চালিয়েছে সন্ত্রাসীরা। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ন হয়েছে।

বরগুনা প্রেসক্লাবের সামনে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করে বরগুনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ছবি: আজকের পত্রিকা
বরগুনা প্রেসক্লাবের সামনে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করে বরগুনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ছবি: আজকের পত্রিকা

তাঁরা বলেন, সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল নেই। এরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকে। দলীয় পদ-পদবি দিয়ে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। ভাইরাল হলে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও পরে আবার ফিরে আসে। দেশে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই বললেই চলে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত