পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বাবার বাড়ি থেকে কারিমা ওরফে ইভা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও মা-বাবাসহ চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
কারিমা কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের জামাল মাঝির মেয়ে। এ ছাড়া তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সোহেল রানার দ্বিতীয় স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কারিমার মা, বাবা, ভাই ও স্বামীকে থানায় আনা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ির সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর কারিমা স্বামীর বিছানা থেকে মোবাইল ফোন নিয়ে তাঁর মা খাদিজা বেগমের কক্ষে যান। এ সময় সোহেল ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে সোহেল রানা স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে শাশুড়িকে বিষয়টি জানান। পরে খোঁজাখুঁজি করে ঘরের সামনের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান।
নিহতের স্বামী সোহেল রানা বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আজ সকালে ঢাকায় যাওয়ার কথা। ভোররাতে বাসের সুপারভাইজার মোবাইল ফোন দিয়ে ঘুম থেকে উঠানোর পরে আমার স্ত্রী কারিমাকে পাশে না পেয়ে শাশুড়িকে ডাক দিলে তিনিও জানেন না বলে জানান। খোঁজাখুঁজির পরে ঘরের সামনের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
সোহেল রানা আরও বলেন, ‘কারিমার সঙ্গে রাতের খাবার খেয়ে বিছানায় যাই। শাশুড়ির ব্যবহৃত স্মার্ট ফোনের লক খোলার জন্য আমার পাশ থেকে উঠে কারিমা তাঁর মায়ের কক্ষে গিয়ে আর আসেনি। আমার সন্দেহ হয় মা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি আমার স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। যেভাবে পা চেয়ারের সঙ্গে ছিল তাতে আত্মহত্যা নয়, এটি হত্যা।’
অভিযোগ অস্বীকার করে কারিমার মা খাদিজার বেগম বলেন, ‘জামাই আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।’
বরগুনার পাথরঘাটায় বাবার বাড়ি থেকে কারিমা ওরফে ইভা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও মা-বাবাসহ চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
কারিমা কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের জামাল মাঝির মেয়ে। এ ছাড়া তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সোহেল রানার দ্বিতীয় স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কারিমার মা, বাবা, ভাই ও স্বামীকে থানায় আনা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ির সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর কারিমা স্বামীর বিছানা থেকে মোবাইল ফোন নিয়ে তাঁর মা খাদিজা বেগমের কক্ষে যান। এ সময় সোহেল ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে সোহেল রানা স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে শাশুড়িকে বিষয়টি জানান। পরে খোঁজাখুঁজি করে ঘরের সামনের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান।
নিহতের স্বামী সোহেল রানা বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আজ সকালে ঢাকায় যাওয়ার কথা। ভোররাতে বাসের সুপারভাইজার মোবাইল ফোন দিয়ে ঘুম থেকে উঠানোর পরে আমার স্ত্রী কারিমাকে পাশে না পেয়ে শাশুড়িকে ডাক দিলে তিনিও জানেন না বলে জানান। খোঁজাখুঁজির পরে ঘরের সামনের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
সোহেল রানা আরও বলেন, ‘কারিমার সঙ্গে রাতের খাবার খেয়ে বিছানায় যাই। শাশুড়ির ব্যবহৃত স্মার্ট ফোনের লক খোলার জন্য আমার পাশ থেকে উঠে কারিমা তাঁর মায়ের কক্ষে গিয়ে আর আসেনি। আমার সন্দেহ হয় মা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি আমার স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। যেভাবে পা চেয়ারের সঙ্গে ছিল তাতে আত্মহত্যা নয়, এটি হত্যা।’
অভিযোগ অস্বীকার করে কারিমার মা খাদিজার বেগম বলেন, ‘জামাই আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে