Ajker Patrika

পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাংবাদিক আহত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৩: ০৭
পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাংবাদিক আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারপতনের এক দফা কর্মসূচির সমর্থনে পটুয়াখালীতে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বক্সের ওপর আন্দোলনকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন এক সাংবাদিক। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রায় কয়েক হাজার শিক্ষার্থী, পেশাজীবী, আইনজীবী শ্রমিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

আহত সাংবাদিক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এর আগে শহরের বিভিন্ন এলাকার মানুষ এসে চৌরাস্তায় জড়ো হন এবং আন্দোলনকারীরা এক দফা দাবিতে নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে। 

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী কোঠা আন্দোলনের ১ দফা দাবির ঘোষণার প্রতিবাদে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা। এর আগে সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পটুয়াখালীর নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত