Ajker Patrika

মঠবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত ৩ 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮: ৫২
মঠবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত ৩ 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় দুই গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আবদুর রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ আজ ভোররাতে দুজন শ্রমিক নিয়ে বের হন। দুইটি ট্রলি গাড়ির মধ্যে ২৬টি গরু বিক্রির জন্য পার্শ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফিরছিলেন তাঁরা। পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহন নামের একটি বাস একটি ট্রলি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাবলীন আক্তার হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তাঁরা পাঁচ বন্ধু ইজিবাইকে করে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এ সময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত