নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আজ রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর নাম সুমনা আক্তার (১৭)। সে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সুমন মিয়ার মেয়ে।
কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে ইংরেজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষে সুমনা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ বিভাগের চিকিৎসক অতুল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।’
ছাত্রীর মা কলি বেগম জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত সে লেখাপড়া করেছে। সকালে তার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কলেজ থেকে ফোনে তাকে জানানো হয়, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, সুমনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সুস্থ হলে তার কাছ থেকে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে।
বরিশালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আজ রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর নাম সুমনা আক্তার (১৭)। সে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সুমন মিয়ার মেয়ে।
কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে ইংরেজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষে সুমনা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ বিভাগের চিকিৎসক অতুল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।’
ছাত্রীর মা কলি বেগম জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত সে লেখাপড়া করেছে। সকালে তার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কলেজ থেকে ফোনে তাকে জানানো হয়, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, সুমনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সুস্থ হলে তার কাছ থেকে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে