কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝির (৫৫) জালে একসঙ্গে ১৩০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল শুক্রবার রাতে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।
গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলে নিয়ে বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তাঁরা। এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
সূর্য মাঝি আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার চারটি সেইল ফিশ বিক্রি করে বুধবার আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পরই জালভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। গতকাল রাতে ২ হাজার ৮৫০ মণ মাছ ৫ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। আজ ৬ হাজার পিচ নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। বাকি মাছ কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।
আলীপুর মৎস্য বন্দরের খান ফিশের স্বত্বাধিকারী রহিম খান আজকের পত্রিকাকে জানান, স্থানীয় পাইকারদের মাধ্যমে কিছু মাছ বিক্রি করা হয়েছে, বাকি মাছ আগামীকাল বিক্রি করা হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে বলে আশা করছি।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে একই ট্রলারে চারটি সেইল ফিশ পান জেলেরা।
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝির (৫৫) জালে একসঙ্গে ১৩০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল শুক্রবার রাতে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।
গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলে নিয়ে বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তাঁরা। এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
সূর্য মাঝি আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার চারটি সেইল ফিশ বিক্রি করে বুধবার আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পরই জালভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। গতকাল রাতে ২ হাজার ৮৫০ মণ মাছ ৫ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। আজ ৬ হাজার পিচ নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। বাকি মাছ কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।
আলীপুর মৎস্য বন্দরের খান ফিশের স্বত্বাধিকারী রহিম খান আজকের পত্রিকাকে জানান, স্থানীয় পাইকারদের মাধ্যমে কিছু মাছ বিক্রি করা হয়েছে, বাকি মাছ আগামীকাল বিক্রি করা হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে বলে আশা করছি।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে একই ট্রলারে চারটি সেইল ফিশ পান জেলেরা।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে