নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে আজ সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশে ঘন কালো মেঘ। দিনভর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়েছে। বৃষ্টি ও ঝোড়ো হওয়া চলছেই। এরই মধ্যে বরিশালে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ দিনভর বিদ্যুৎ বিভ্রাট চলেছে। বিশেষ করে জেলার হিজলা, মুলাদী, উজিরপুর, বাবুগঞ্জ ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের আজ দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরের বেশির ভাগ এলাকা।
এদিকে দিনভর ভারী বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলের বড় নদ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান সাংবাদিকদের বলেছেন, ছয় জেলায় ৩ হাজার ৯৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেল ৩টা পর্যন্ত রেকর্ড ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান পরিবর্তন হয়ে আঘাত হানতে পারে মাঝরাত থেকে সকালের দিকে কোনো এক সময়। এর প্রভাবে দক্ষিণাঞ্চলে সন্ধ্যার পর থেকে বাতাসের বেগ বাড়বে। ঝড়ের পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
আজ দুপুরের মধ্যে বরিশাল নগরের অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকটা পানিবন্দী হয়ে পড়েছে নগরবাসী। বিশেষে করে নবগ্রাম রোড, সদর রোড, বগুড়া রোড, কলেজ রোড, সার্কুলার রোড, জিয়ানগর, রূপাতলী হাউজিং পানিতে থই থই করছে। একই অবস্থা জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদীতে। এসব এলাকার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় দুর্ভোগে আছেন সাধারণ মানুষ।
বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে ঢাকা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।’ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, ‘সোমবার সকালে কীর্তনখোলাসহ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।’
বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, ‘ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে, ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যেখানে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। শুকনো খাবার, সুপেয় পানি, মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিমের প্রস্তুত করা হয়েছে। জেলার সব স্থানে মাইকিং করা হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে আজ সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশে ঘন কালো মেঘ। দিনভর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়েছে। বৃষ্টি ও ঝোড়ো হওয়া চলছেই। এরই মধ্যে বরিশালে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ দিনভর বিদ্যুৎ বিভ্রাট চলেছে। বিশেষ করে জেলার হিজলা, মুলাদী, উজিরপুর, বাবুগঞ্জ ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের আজ দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরের বেশির ভাগ এলাকা।
এদিকে দিনভর ভারী বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলের বড় নদ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান সাংবাদিকদের বলেছেন, ছয় জেলায় ৩ হাজার ৯৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেল ৩টা পর্যন্ত রেকর্ড ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান পরিবর্তন হয়ে আঘাত হানতে পারে মাঝরাত থেকে সকালের দিকে কোনো এক সময়। এর প্রভাবে দক্ষিণাঞ্চলে সন্ধ্যার পর থেকে বাতাসের বেগ বাড়বে। ঝড়ের পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
আজ দুপুরের মধ্যে বরিশাল নগরের অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকটা পানিবন্দী হয়ে পড়েছে নগরবাসী। বিশেষে করে নবগ্রাম রোড, সদর রোড, বগুড়া রোড, কলেজ রোড, সার্কুলার রোড, জিয়ানগর, রূপাতলী হাউজিং পানিতে থই থই করছে। একই অবস্থা জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদীতে। এসব এলাকার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় দুর্ভোগে আছেন সাধারণ মানুষ।
বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে ঢাকা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।’ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, ‘সোমবার সকালে কীর্তনখোলাসহ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।’
বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, ‘ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে, ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যেখানে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। শুকনো খাবার, সুপেয় পানি, মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিমের প্রস্তুত করা হয়েছে। জেলার সব স্থানে মাইকিং করা হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে