Ajker Patrika

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশালের হিজলা উপজেলার কাকুরিয়া গ্রামে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়। গত রোববার বিকেলে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

আসামি কবির হোসেন মাঝি উপজেলার কাকুরিয়া এলাকার রতন মাঝির ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ৫ বছর আগে আসামি কবিরের সঙ্গে লক্ষ্মীপুরের চরআবাবিল এলাকার আবুল বাশার ফকিরের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এর সূত্র ধরে ২০১৮ সালের ১৪ জুলাই রাতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন কবির হোসেন মাঝি। এ ঘটনায় পরের দিন ১৫ জুলাই আকলিমা বেগমের ভাই ইব্রাহিম বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা করেন। 

২০১৯ সালের ১৭ জুলাই হিজলা থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন তদন্তে সত্যতা পেয়ে আসামি কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে আদালত ওই দণ্ডাদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, রায় শেষে সাজা ভোগে আসামি কবিরকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত