Ajker Patrika

পাথরঘাটায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় শিশু নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫: ৩১
পাথরঘাটায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় শিশু নিহত

বরগুনার পাথরঘাটায় রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় খাদিজা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।

নিহত খাফিজা বাইনচটকী ফেরিঘাট এলাকার মো. হুমায়ন কবিরের মেয়ে। এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। জাহাঙ্গীর যশোর জেলার ছোট মেঘলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খাদিজা সড়ক পার হচ্ছিলেন। এ সময়  যশোর থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা মালবাহী মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটকে ফেলে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে জাহাঙ্গীর আলমকে হস্তান্তর করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত